
সলমন খানের (Salman Khan) সুপারহিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan) মনে পড়ে? ২০১৫ সালের সেই ছবির কাহিনির কেন্দ্রে ছিল ছোট্ট মুন্নি।








পাকিস্তান থেকে এসে যে হারিয়ে গিয়েছিল ভারতে। তারপর তাকে ঘিরেই এগিয়েছিল ছবির কাহিনির ইতিবৃত্ত। সেই ‘মুন্নি’ তথা হর্ষালি মালহোত্রা এই পাঁচ বছরে অনেকটাই বড় হয়ে গিয়েছে। দেখলে সত্যিই চেনা কঠিন।








সম্প্রতি দিওয়ালি উদযাপনের কয়েকটি ছবি সে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে ‘মুন্নি’-কে দেখলে সত্যিই তাক লেগে যায়। বোঝা যায়, এই পাঁচ বছরে সেই ছোট্ট বালিকা অনেকটা বড় হয়ে গিয়েছে।








সে এখন রীতিমতো কিশোরী। হর্ষালির শেয়ার করা ছবিগুলিতে কোথাও তাকে রঙ্গোলির পাশে বসে থাকতে দেখা গিয়েছে। কোথাও বা তাকে ‘ভাই দুজ’-এর ফোঁটা দিতে দেখা গিয়েছে দাদাকে।
Leave a Reply