
বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। এ দম্পতির একমাত্র পুত্র তৈমুর আলী খান। জন্মের পরপরই তারকা বনে যায় তৈমুর।








এবার ৪ বছর বয়েসি তৈমুরকে বিয়ের প্রস্তাব দিলেন মরোক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী নোরা ফাতেহি।








কারিনা কাপুর খান ‘হোয়াট ওম্যান ওয়ান্ট থ্রি’ নামে একটি শো উপস্থাপনা করেন। সম্প্রতি এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন নোরা ফতেহি। এ সময় কারিনা প্রশ্ন করেন তিনি কী চান? জবাবে নোরা ফাতেহি বলেন—‘তৈমুরকে বিয়ে করতে চাই।’








এ কথা শুনে কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন কারিনা। কিন্তু নোরা তার বক্তব্যে তখনো অনড়। হাসছিলেনও না, আবার মজার ছলে উড়িয়েও দেননি বিষয়টি। নোরা তার বউমা হতে চান জেনে কিছুক্ষণের জন্য কারিনা বাকরুদ্ধ হয়ে পড়েন।








তারপর পরিস্থিতি স্বাভাবিক করতে কারিনা নিজেই হেসে ওঠেন। কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন—‘যাইহোক, ওর বয়স তো অনেক কম। বিয়ে এখন অনেক দূরের ব্যাপার।’ কিন্তু তাতেও দেখা যায় আপত্তি নেই নোরার। পাত্রের বয়স ৪ আর নোরা এখন ২৯ বছরের যুবতি। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করেন না নোরা। উল্টো বলেন, ‘দরকার হলে তৈমুরের জন্য অপেক্ষা করবো। শুধু চাই, তৈমুর তাড়াতাড়ি বড় হয়ে যাক।’








নোরার এমন মন্তব্যের পর কারিনা বিষয়টি ঘুরিয়ে নিলেও, নেটিজেনরা নোরাকে রূপবানের সঙ্গে তুলনা করছেন।
২০১২ সালের অক্টোবরে ভালোবেসে ঘর বাঁধেন সাইফ-কারিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের।
Leave a Reply